প্রকাশিত: Sat, Jul 22, 2023 10:11 AM
আপডেট: Tue, May 13, 2025 4:12 AM

[১]কোরআন অবমাননা করায় সুইডিশ দূতকে তলব করে প্রতিবাদ জানাল সৌদি আরব-কাতার-ইরান

সাজ্জাদুল ইসলাম: [২] নতুন করে সুইডেনে কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে ইরাকের সঙ্গে যোগ দিয়েছে সৌদি আরব ও কাতারসহ মুসলিম বিশ্বের কয়েকটি দেশ। সূত্র: আল-আরাবিয়া

[৩] কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে কোরআন অবমাননার প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ধরণের লজ্জাজনক কাজ রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করার জন্য কাতার সুইডিশ কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে।

[৪] সৌদি আরব রিয়াদে নিযুক্ত সুইডিশ শার্জ দ্য এফেয়ার্সকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানায়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিয়াদ সুইডিশ কর্তৃপক্ষের ‘বারংবার দায়িত্বহীন এমন কর্মকান্ডের’ নিন্দা জানাচ্ছে। দেশটির কর্তৃপক্ষ বার বার চরমপন্থীদের কে পবিত্র কোরআন অবমাননা ও পুড়ানোর অনুমতি দিচ্ছে। সৌদি আরব নতুন করে কোরআন পুড়ানোর পরিকল্পনারও নিন্দা জানায়। বাগদাদে সুইডিশ দূতাবাসে অগ্নি সংযোগের ঘটনার পর এ পরিকল্পনা করা হয়েছিল।

[৫] তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে স্টকহোমে ইরাকী দূতাবাসের বাইরে পবিত্র কোরআনের ওপর ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা করেছে।

[৬] ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে পবিত্র কোরআন অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়েছে। 

[৭] সুইডিশ মিডিয়ার খবরে কোরআন অবমাননাকারীকে চরমপন্থী সুইডিশ নাগরিক সালওয়ান মোমিকা বলে উল্লেখ করা হয়েছে। সে একজন ইরাকী খ্রিস্টান বংশোদ্ভুত সুইডিশ। সে অবশ্য নিজেকে নাস্তিক বলে দাবি করেছে। সে পবিত্র কোরআন পদপিষ্ট করে ও লাথি মারে তবে তাতে আগুন লাগায়নি। এসময় সে ইরাকী পতাকায় আগুন ধরিয়ে দেয়। এ ব্যক্তিই ২৮ জুন পবিত্র ঈদের দিনে পুলিশের প্রহরায় স্টকহোমের এক মসজিদের সামনে পবিত্র কুরআন পুড়িয়েছিল।

[৮] লেবাননে হিজবুল্লাহ ইরাকের অনুসরণে সুইডিশ রাষ্ট্রদূতদের বাহিস্কার করার জন্য আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সম্পাদনা: সালেহ বিপ্লব